খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃদেশী-বিদেশী খেলোয়াড়দের সম্বনয়ে গঠিত মোট ১৬টি দলের অংশ গ্রহনে নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত ‘‘চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ২০২৫’’ এ দাগনভূঁইয়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার
বীজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজলের উদ্যোগে ও লিলি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড এর চেয়ারম্যান জসিম উদ্দিন মিয়াজীর পৃষ্টপোষকতায় এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় । শনিবার বিকেলে লাখ ফুটবলপ্রেমীর উপস্থিতিতে উপজেলার বীজবাগ ইউনিয়নের কালিকাপুর মাঠে তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলায় সেনবাগ জয়নুল আবেদিন ফারুক ফাউন্ডেশনকে-০-১ গোলে হারিয়ে দাগনভূঁইয়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে। খেলা শেষে সন্ধ্যায় বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খেলা কমিটির সভাপতি সেলিম উদ্দিন কাজলের সভাপতিত্বে ট্রপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদানী হসপিটালের চেয়ারম্যান ও ফরাজী হাসপাতালের পরিচালক আলহাজ্ব মো. মাইন উদ্দিন। এসময় সুপ্রীমকোর্টের সিনিয়র এডভোকেট গিয়াস উদ্দিন, দাগনভূঁইয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, সেবারহাট বাজার কমিটির সভাপতি আবুল বাহার, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান,জহিরুল ইসলাম ও জামায়াত নেতা আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
সেনবাগে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে তরুণ সংঘ চ্যাম্পিয়ন
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- ১২:৪০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
