সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালী-ফেনী ফোর লেন মহাসড়কের সেনবাগ উপজেলার আজিজপুর পোলের গোড়া নামক স্থানে আজ মঙ্গলবার সকালে দ্রুতগতির বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরকিশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত যাত্রী নাম মো. নজরুল ইসলাম (৪০)ঘটনাস্থলের পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের পাঁচয়ানি বাড়ির বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের পুত্র। এ ঘটনায় মো. কিরণ (৪৩) ও ইসমাইল হোসেন (৩৮) নামের স্থানীয় ছমিরমুন্সিরহাট বাজারের আরো দুই ব্যবস্য়াী আহত হয়েছেন। আহতদের নোয়াখালীর বিভিন্ন কিèনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কিরণের অবস্থা সংকটাপন্ন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশের (ওসি) মো. রুহুল আমিন জানান,আজ সকাল ৭টার দিকে এ দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।ঘটনার পর পরই ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগ ফেলে প্রয়োজনীয় আইনীগত ব্যবস্থা নেওয়া হবে।
সেনবাগে ট্রাকের ধাক্কায় অটো রিকশার এক যাত্রী নিহত, আহত-২
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ৪, ২০২৫
- ৪:০৬ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

1 thought on “সেনবাগে ট্রাকের ধাক্কায় অটো রিকশার এক যাত্রী নিহত, আহত-২”
great articleSEO BACKLINKS, CROSS-LINKS, HACKED WP-ADMIN – TELEGRAM @SEO_ANOMALY bokep