খোরশেদ আলম,সেনবাগ প্রতিনিধিঃজাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও নবীপুর ইউনিয়েনরে শ্রীপদ্দি গ্রামের বিএনপি কর্মি মিজানুর রহমানের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট এবং ২০২৪ সালের ৩ আগষ্ট উপজেলার ছমিরমুৃন্সিরহাট বাজারের ব্যবসায়ী ও বিএনপি কর্মি ইউছুফ আলীর দোকানে হামলা, ভাংচুর ওলুটপাটের অভিযোগে সোমবার রাতে সেনবাগ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন
এ সব মামলায় নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সাবেক এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপত্বি মোরশেদ আলম ও তার ছেলে সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম দিপু, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ ২৬৭জন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মিকে আসামি করা করা হয়েছে।
এর মধ্যে প্রথম ঘটনাটি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনার বাদী অফিসের কেয়ার টেকার মো. ইলিয়াছ । এ মামলায় নোয়াখালী-২ আসনের সাবেক এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোরশেদ আলম, তার পুত্র সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল আশ দিপুসহ এজাহারভুক্ত ৩০জন ও অজ্ঞাত ৪৫জনসহ মোট ৭৫জনকে আসামি করা হয়েছে।
দ্বিতীয় ঘটনাটি হয় ২০১৮ সালের ২৩ জানুয়ারী উপজেলার নবীপুর ইউনিয়েনরে শ্রীপদ্দি গ্রামের বিএনপি কর্মি মিজানুর রহমানের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট। এ ঘটনায় মিজানুর রহমান বাদি হয়ে সাবেক এমপি মোরশেদ আলমসহ এজাহারভুক্ত ৩৮জন ও অজ্ঞাত ৪৫ জনসহ মোট ৮৩জনকে আসামি করা হয়েছে।
তৃতীয় ঘটনাটি হয় ২০২৪ সালের ৩ আগষ্ট সেনবাগ উপজেলার ছমিরমুৃন্সিরহাট বাজারের ব্যবসায়ী ও বিএনপি কর্মি ইউছুফ আলীর দোকানে হামলা, ভাংচুর ওলুটপাট। এ অভিযোগে মামলাটির বাদি হয়েছেন ইউছূফ আলী। এ মামলায় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও শহীদ তরিক উল্লা বীর বিক্রমের পুত্র লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ এজাহারভূক্ত ৩৮ জন ও অজ্ঞাত ৬৫জনসহ মোট আসামি করা হয়েছে আওয়ামী লীগের ১০৩ দলীয় নেতাকর্মীকে। সোমবার রাতে সেনবাগ থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজ মঙ্গলবার দুপুরে বলেন, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। এখন মামলা গুলোর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। তবে এ সব মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি।
উল্লেখ্য- আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনবাগ থানায় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মিদের নামে মোট ৫টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় পাঁচ শতাধিক আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সেনবাগে তিন মামলায়ঃ সাবেক এমপি মোরশেদ আলমসহ ২৬৭ আওয়ামী লীগ নেতাকর্মী আসামি
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১৭, ২০২৪
- ৪:১৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
1 thought on “সেনবাগে তিন মামলায়ঃ সাবেক এমপি মোরশেদ আলমসহ ২৬৭ আওয়ামী লীগ নেতাকর্মী আসামি”
LDPE Pipes : Low-density polyethylene pipes are used for irrigation and low-pressure applications. ElitePipe Factory in Iraq delivers quality LDPE pipes for various uses.