খোরশেদ আলম,সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় থানার গোলঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার আগে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে।
পুলিশ ও উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের একটি রাস্তার জায়গা নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মিমাংসার জন্য আজ বিকেলে সেনবাগ থানা গোলঘরে শালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে উভয়পক্ষের পক্ষের সালিশদারেরাও উপস্থিত ছিলেন।
সূত্র আরো জানায়, বিকেল আনুমানিক পাঁচটার দিকে সালিশ বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ বাগবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালাতে গিয়ে থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে। তাৎক্ষনিক থানার পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ছয়জনকে আটক করে। তাদের থানার হাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানাার ভারপ্রাপ্ত কর্শকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন,-বাড়ির রাস্তা নিয়ে বিরোধ মিমাংসার জন্য দুইপক্ষকে নিয়ে থানার গোলঘরে সালিশ বৈঠকে বসা হয়েছিল। বৈঠকের এক পর্যায়ের মধ্যে বাগবিন্ডাকালে দু’পক্ষের ধাক্কা-ধাক্কিতে কাঁচেঘেরা গোলঘরের কাঁচ ভেঙে যায়।এ ঘটনায় উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সেনবাগে থানার গোলঘরে সালিশি বৈঠকে মারামারি,ভাঙচুর, আটক- ৬
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ৪, ২০২৫
- ৯:২২ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
