সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালী সেনবাগে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশের একটি বিশেষ দল সেনবাগ পৌর শহর থেকে মো. আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম সিয়াম নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পরই তাদেরকে সেনবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃতদের আরিফুল ইসলাম সেনবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের আমিরুল ইসলাম পুত্র ও শরিফুল ইসলাম সিয়াম উপজেলার কাদরা ইউনিয়নের গ্রামের -শহিদ উল্ল্যাহ পুত্র।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এ দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় কি ধরনের মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল শুক্রবার তাদের আদালতে পাঠাবো হবে।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
