খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে নারী পাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোর্ট গ্রামের মৃত অলি আহমেদরে ছেলে মো. ইদ্রিস মিয়া (৫৫) ও তার পুত্র আবদুল্লা সাফি (২৯) গ্রেফতার করা হয়। তাদেরকে আজ দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃধা জানান, উপজেলার পরিকোর্ট এলাকা থেকে মো. ইদ্রিস মিয়ার সহযোগীতায় তার স্ত্রী আফরোজা বেগম মুন্নি কৌশলে দীর্ঘ এক যুগ আগে একই এলাকার নাছিমা আক্তার জোসনা নামে এক কিশোরীকে নগদ টাকার বিনিময়ে ফেনী এলাকায় পাচার করে দেয়। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে সম্প্রতি নাছিমা আক্তার জোসনা বাড়ি ফিরে সব ঘটনা তার পরিবার ও এলাকাবাসিকে জানায়। পরে বিষয়টি নিয়ে সেনবাগ থানায় নারী পাচার আইনে একটি নিয়মিত মামলা হয়। মামলায় তদন্তে ঘটনার সত্যতা পেয়ে নোয়াখালীর আদালতের প্রতিবেদন দাখিল করেন পুলিশ। পরে আদালতের আদেশে তাদেরকে আজ সকালে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।