সেনবাগে পল্লী বিদ্যুৎ সরবরাহ বন্ধ, গ্রাহকদের সীমাহীন ভোগান্তি

খোরশেদ আলম,সেনবাগ প্রতিনিধিঃপিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একত্রিত করন ও পল্লী বিদ্যুৎ সমিতির সদ্য বরখাস্তকৃত ২০ কর্মকর্তার চাকরি চাকুরী পুনঃ বহালের দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে পল্লী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ দুপুর বারোটার পর থেকে সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ১৫ টি ফিডার একে একে বন্ধ করে দেয় সমিতি সদস্যরা। এতে পুরো উপজেলা বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের সীমাহীন ভোগান্তি শিকার হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুৎ সমিতি সেনবাগ জোনাল অফিসের ডিজিএম মোঃ মিনারুল ইসলাম সন্ধ্যায় বলেন, নানা দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা দীর্ঘ নয় মাস ধরে আন্দোলন করে আসছে। এরই মাঝে আজ কোন কারণ ছাড়াই সমিতির বিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকুরী হতে বরখাস্ত করে। এই খবরের পর সমিতির কর্মীরা বিক্ষুব্ধ হয়ে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দেন। যার কারনে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তবে রাতে সর্বশেষ খবরে ডিজিএম জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর কর্মকর্তাদের যৌথ মিটিংয়ের পর শুক্রবার দুপুর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন স্থগিত করা হয়। ফলে রাতেই জেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১