খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলায় কৃষকরা মহাব্যস্ত সময় পার করছে ইরি-বোরো ধান চাষ নিয়ে। উপজেলার সর্বত্রই এখন ইরি-বোরো ধান চাষের ধুম লেগেছে। ভয়াবহ দীর্ঘস্থায়ী বন্যার কারনে গেল আমন মওসুমে এক শতাংশ জমিতেও ধান এখানে চাষ করা যায়নি। ফলে সরকারি ভাবে এবার ২২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে ইরি-বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি ভাবে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছে। এর ফলে সেনবাগ উপজেলায় এবার পূর্বের তুলনায় ইরি- বোরো ধানের চাষাবাদ ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নে এবার ইরি- বোরো ধান চাষের জন্য মোট নয় হাজার দুই শত হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপশী জাতের ৫ হাজার এক শত ৬০ হেক্টর ও হাইব্রিড জাতের চার হাজার ৪০ হেক্টর জমিতে ইরি- বোরো ধান চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সূত্র মতে, প্রান্তিক পর্যায়ে চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি ভাবে এবার ২২ হাজার কৃষককে উপশী ও হাইব্রিড জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিগত বছর গুলোতে এবারের লক্ষ্যমাত্রা থেকে আনেক কম জমিতে ইরি- বোরো ধানের চাষ হয়েছিল। ভয়াবহ দীর্ঘস্থায়ী বন্যার কারনে গেল আমন মওসুমে এক শতাংশ জমিতেও ধান এখানে চাষাবাদ না করা, পরিবেশ অনুকুল এবং এলাকার কৃষকদের মাঝে এবার সরকারি ভাবে সার, বীজ বিতরণ করার কারনে ইরি – বোরো ধান চাষ আরো বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের মন্তব্য।
যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাইল করিম বলেন, মধ্য ডিসেম্বর থেকে ইরি- বোরো ধান চাষ পুরোদমে শুরু হয়। যা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নে এবার ইরি- বোরো ধান চাষের জন্য মোট নয় হাজার দুই শত হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ জমিতে ইরি ও বোরো ধানের চাষ সম্পন্ন হয়েছে। প্রান্তিক পর্যায়ে চাষাবাদ বৃদ্ধির লক্ষে সরকারি ভাবে কৃষকদের মাঝে সরকারি ভাবে বীজ ও সার বিতরনের কারনে এবার ইরি- বোরো ধান চাষাবাদ আরো বাড়বে বলে তিনি আশা পোষন করেন।
সেনবাগে পুরোদমে চলছে ইরি-বোরো ধান চাষ
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ১৮, ২০২৫
- ১১:০৫ পূর্বাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
