সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের নির্বাচনকে সামনের রেখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কবিরের (মাইক প্রতিক) বিরুদ্ধে অপপ্রচার সম্বলিত বুয়া লিপলেট বিতরণ করা দায়ে মো. সাহেব উল্লা (৫৪) নামে এক ব্যাক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে অপপ্রচার কালে তাকে এলাকাবাসির সহায়তায় হাতেনাতে আটক করা হয়েছে।
আজ রবিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদুল ইসলামের আদালতের আসামি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনাকরায় পরে তিনি এ রায় ঘোষনা করেন। দন্ডিত মো. সাহেব উল্লা উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হাজী আইয়ুব আলীর পুত্র।
ভ্রাম্যমান আদালতের বিচরক সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন- উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ (সংশোধিত) বিধি-১১ মোতাবেক এ রায় ঘোষনা করা হয়।
সেনবাগে প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারকারীর ১৫ হাজার টাকা জরিমানা
- সুবর্ণ প্রভাত
- মে ১৯, ২০২৪
- ৮:৩৪ অপরাহ্ণ
