সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর এলাকায় বড় ভাই আবদুল মোতালেবের কোদালের আঘাতে ছোট ভাই মো. আমিন উল্লার (৫৫) মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পৃর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মৃতের লাশ উদ্ধার করে ময়না তাদের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার বিবরণ দিয়ে সেনবাগ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর ইউপির ৭ নং ওয়ার্ডের পূর্ব কাবিলপুর মমিন দরবেশের বাড়ির মনু মিয়ার ছেলে বড় ভাই আবদুল মোতালেব সকালে কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটছিলেন। এসময় ছোট ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। যার এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহকে আঘাত করলে আমিন উল্লাহ গলার নিচে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত আমিন উল্লাহকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তিনি আরো জানান, বিষয়টি স্হানীয়দের থেকে জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ঘটনার পর বড় ভাই পালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১