সেনবাগে বন্যায় কাঁঠাল ও পেঁপেসহ বিভিন্ন গাছের ব্যাপক ক্ষতি

সেনবাগ প্রতিনিধিঃ সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর সেনবাগে উঠতি ফসল, মৎস্য সম্পদ, প্রাণিসম্পদ ও রাস্তাঘাটের পাশাপাশি বিভিন্ন গাছ-গাছালি ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দীর্ঘদিন বন্যার পানিতে তলিয়ে থাকার কারণে বিশেষ করে কাঁঠাল, পেঁপেঁ, আমড়াসহ বিভিন্ন গাছ -গাছালি মরে গেছে ও মরে যাচ্ছে। এইসব গাছের সংখ্যা লক্ষাধিক হবে বলে ধারনা করা হচ্ছে। এসব গাছের গোড়ায় দীর্ঘদিন পানি জমে থাকলে বাঁচানোর সম্ভাব হয় না।
সেনবাগ উপজেলা বন বিভাগ সূত্র জানা গেছে, বন বিভাগের নিজস্ব নার্সারিতে উৎপাদিত পাঁচ হাজার চারা গাছ সম্পূর্ণ বিনষ্ট হয়েছে এবং বিভিন্ন বাগানের বড় বড় ২৫ টি গাছ উপরে পড়েছে। পানির কারণে এসব গাছ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মুফতি মুহাম্মদ জুলফিকার আলি আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, সাম্প্রতিক বন্যার পানির কারণে তাদের বাড়ির ছোট বড় ৩৫ টি কাঁঠাল ও বেশ কয়েকটি পেঁপে ও আমড়া গাছ মরে গেছে। এর মধ্যে বেশ কয়েকটি কাঁঠাল গাছ ছিলো অনেক পুরোনো। মৌসুমের সময় এইসব গাছের কাঁঠাল দিয়ে পরিবার পরিজনের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করতেন। কিন্তু এখন এ সব কাঁঠাল গাছ মরে যাওয়ার কারণে সামনের দিন গুলোতে নিজেদের খেতেই কষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এসানুল হক বলেন, স্মরণকালের সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে পঁেপে গাছ বন বিভাগের নিজস্ব নার্সারিতে উৎপাদিত পাঁচ হাজার চারা গাছ সম্পূর্ণ বিনষ্ট হয়েছে এবং বিভিন্ন বাগানের বড় বড় ২৫ টি গাছ উপরে পড়েছে। পানির কারণে এসব গাছ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। কাঁঠাল, আমড়া, পেঁপে গাছের গোড়ায় অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। যার ফলে অল্প কয় ‘দিনের মধ্যে এসব গাছ মারা যায়।

শেয়ার করুনঃ

1 thought on “সেনবাগে বন্যায় কাঁঠাল ও পেঁপেসহ বিভিন্ন গাছের ব্যাপক ক্ষতি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১