সেনবাগে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, গ্রাহকদের সীমাহীন ভোগান্তি

ফাইল ছবি

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলায় দিনে -রাতে প্রতি ঘন্টাায় ঘন্টায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। পল্লী বিদ্যুৎ বিভাগ দাবি করছে- চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহের কারনে ইচ্ছে না থাকা শর্তেও লোডশেডিং করতে বাধ্য হচ্ছে। দিনেও রাতে সমানতালে বিদ্যুতের ভয়াবহ এ লোডশেডিংয়ের কারনে এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সেনবাগ জোনাল অফিসের সূত্র মতে, সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯ ইউনিয়নে মোট তিনটি সাব ষ্ট্রেশনের ১৫টি পিডারের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা প্রায় ৯০ হাজার। এতো গ্রাহককে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করতে পিক আওয়ারে মোট বিদ্যুৎ চাহিদা হচ্ছে-২৪ মেগাওয়াট। যার বিপরীতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মাত্র ১২ মেগাওয়াট। আর অপপিক আওয়ারের বিদ্যুতের চাহিদা হচ্ছে-২০ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ১০ মেগাওয়াট বিদ্যুৎ। যার ফলে পল্লী বিদ্যুৎ সমিতি লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করা হচ্ছে।
সেনবাগ পৌর শহরের হোটেল ব্যবসায়ী মো. ফারুক হোসেন জানান, দিনে রাতে সমানতালে বিদ্যুতের ভয়াবহ এ লোডশেডিংয়ের কারনে তার দোকানের জেনারেটরের কাছে একজন লোককে সার্বক্ষণিক নিয়োজিত রাখতে হচ্ছে শুধু সময়মত জেনারেটর চালু করার জন্য। আর বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে বার বার জেনারেটর চালু করতে গিয়ে নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে যেমন তৈল ও মেরামত খরচ বাড়ছে, তেমনি তিনি আর্থিক ক্ষতির শিক্রা হচ্ছেন। আরও একাধিক ব্যবসায়ী অনুরুপ কথা বলেছেন।
নবীপুর এলাকার গৃহিনী সেলিনা আক্তার জানান, সন্ধ্যায় যখন তার ছেলে মেয়ে নিয়ে লেখা পড়ার জন্য টেবিলে বসবেন। ঠিক তখনি বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যাওয়ার সময় ঠিক থাকলেও নেওয়ার সময় ঠিক থাকে না। আরো বেশ কয়েকজন পল্লী বিদ্যুৎ গ্রাহক- বিদ্যুতের লোডশেডিং সহনীয় করার দাবি জানান।
পল্লী বিদ্যুৎ সমিতি সেনবাগ জোনাল অফিসের ডিজিএম মো. দিদারুল ইসলাম জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করার কারনে এবং সব গ্রাহককে সমান সুযোগ দিতে গিয়ে ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে বলে তিনি দাবি করেন। তাছাড়া- চাহিদার চেয়ে বেশী মেগাওয়াট চালু হলেও অনেক সময় জাতীয় গ্রিড থেকে লাইন কেটে দেয়। যার ফলে অনেক সময় বিদ্যুৎ ঘন ঘন আসে আর যায়। এতে এখানকরা পল্লী বিদ্যুৎ কর্মিদের কিছুই করার থাকে না। তবে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবাহ বাড়ানো হলে লোডশেডিং কমবে বলে তিনি জানান।

শেয়ার করুনঃ

1 thought on “সেনবাগে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, গ্রাহকদের সীমাহীন ভোগান্তি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০