সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবায়দুল হক (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের নতুন বাজারে একটি নির্মাণাধীন সাত তলা বিল্ডিংয়ে। নিহত রাজমিস্ত্রির গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। তার পিতার নাম ছেরু মিয়া।
সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃধা জানান, আজ দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের নতুন বাজারের একটি নির্মাণাধীন সাত তলা বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রি ঘটনাস্থলে মারা যায়। এলাকার লোকজন তাকে এ বিয়ষটি জানিয়েছেন।