সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ী চালকের মৃত্যু

ছবি সংগৃহীত

সেনবাগ প্রতিনিধিঃ বাসার জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালক আকিব হোসেন লিটনের (২৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল  শুক্রবার রাত  পৌনে ১১টার দিকে দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় শ্রেনীর একটি নার্সেস কোয়াটার ভবনে ওই দুর্ঘটনাটি ঘটে।   সে  নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মতিউর রহমান জানান, সে আমার গাড়ির ড্রাইভার ছিল। জানালা বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায় সে।

সেনবাগ থানার ওসি(ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন পটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১অক্টোবর) সকালে লিটন তার স্ত্রী ও ৪ বছরের একটি শিশু সন্তানসহ পরিবার নিয়ে হাসপাতালের দ্বিতীয় শ্রেনীর একটি নার্সেস আবাসিক কোয়াটারে ওঠে। রাতে বাসায় গিয়ে দেখে জানালা খোলা। সে খোলা জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।  তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় প্রাথমিক ভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০