খেরশেদ আলম,সেনবাগ প্রতিনিধিঃগত কয়েকদিনের অভিরাম ভারী বর্ষণে নোয়াখালীর সেনবাজ উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমনের বীজতলার। ইতিমধ্যে প্রায় ৮০ হেক্টর জমির আমনের বীজতলা পানির নিচে তলিয়ে যায়। এতে পচে বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া এই উপজেলার বহু মৎস্য খামার ভেসে যায় এবং কাঁচা রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। বর্ষণ অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম বৃহস্পতিবার বলেন, এ উপজেলায় এই বছর ৮ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। কিন্তু গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে সেনবাগ উপজেলার ৮০ হেক্টর জমির আমনের বীজতলা পানির নিচে ডুবে যায়। এভাবে আরো কয়েকদিন ডুবে থাকলে পচে বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সেনবাগে ভারী বর্ষণে আমনের বীজতলা তলিয়ে গেছে, কৃষকদের উৎকণ্ঠা
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৮, ২০২৪
- ৫:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
