সেনবাগে মাদ্রাসার অধ্যক্ষ লাঞ্চিত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি গোলাম আজমকে লাঞ্চিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের অন্যতম বানিজ্যিক কেন্দ্র কানকিরহাটে এই কর্মসূচীতে পালন করে প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থী। এ সময় সেনবাগ-সোনাইমুড়ী প্রধান সড়কে আধা ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।
ঘটনার বিবরণ দিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় সাংবাদিকদের জানায়, গতকাল বুধবার দুপুরে কানকিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি গোলাম আযম মসজিদ থেকে যোহরের নামাজ শেষে কার্যালয়ের সামনে এলে একদল যুবক বিগত সরকারের সময়ে নানা অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষকে পদত্যাগ করতে বলেন।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হক যুবকদের বলেন অধ্যক্ষের বিরুদ্ধে কোন সুনিদিষ্টি অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত ভাবে জানানোর জন্য । এ সময় কয়েক জন যুবক অধ্যক্ষ মাওলানা মুফতি গোলাম আযমকে লাঞ্চিত করে। এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আজ দুপুরে অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। শেষে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষকে লাঞ্চিতকারী যুবকদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক স্থানীয় সাংবাদিকদের জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে আগামী ২০ অক্টোম্বর মাদ্রাসার সভাপতি এডিসি (রাজস্ব) উপস্থিতিতে মিটিংয়ের সিদ্বান্ত নেয়া হবে। তবে কানকিরহাট ফাজিল মাদ্রাাসার অধ্যক্ষ মাওলানা মুফতি গোলাম আজম ঘটনার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১