সেনবাগ প্রতিনিধিঃমূল লাইন থেকে হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ চুরি রোধে এবার প্রচার প্রচারণা শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াখালী সেনবাগ জোনাল অফিস কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ সমিতি সেনবাগ জোনাল অফিসের ডিজিএম মো. মিনারুল ইসলাম স্বাক্ষরিত এক লিখিত পত্রে এটি নিশ্চিত হওয়া গেছে। মূলত এ প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার লোকজনকে সচেতন করা এবং বিদ্যুৎ চুরিরোধ করা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে – শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার জন্য ও পোল্ট্রি এবং মৎস্য খামারের সেচ দেওয়ার জন্য বিদ্যুতের মূল লাইন থেকে হুকিং এর মাধ্যমে অবৈধভাবে লাইন নিয়ে বিদ্যুতের ব্যাপক অপচয় করা হচ্ছে।
যা ইতিমধ্যে বিদ্যুৎ সমিতির নজরে এসেছে এবং অভিযানের মাধ্যমে এ সব লাইন বিচ্ছিন্ন এবং ব্যবহারকারীকে জরিমানার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরালোভাবে অব্যাহত রাখতে স্থানীয় সচেতন জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সেনবাগে মূল লাইন থেকে হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ চুরিরোধে প্রচারণা
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ৪, ২০২৪
- ৪:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
