সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালী জেলা যুবলীগের সহ সভাপতি ও সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট দিদারুল ইসলাম দিদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সেনবাগ থানা পুলিশের একটি দল এডভোকেট দিদারুল ইসলাম দিদারকে নোয়াখালী জেলা জজকোর্ট এলাকা থেকে গ্রেফতার করে। পরে বিকালে তাকে বিশেষ পুলিশী পাহারায় সেনবাগ থানায় নিয়ে আসে। অনলাইন ভিত্তিক রাষ্ট্র বিরোধী বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, দিদারুল ইসলাম দিদার নামের শিক্ষানবিশ এ এডভোকেটক জেলা যুবলীগের সহ সভাপতি এবং সেনবাগ থানা যুবলীেেগর আহবায়ক কমিটির সদস্য। অনলাইন ভিত্তিক রাষ্ট্র বিরোধী বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। তাছাড়া-তার বিরুদ্ধে সেনবাগ থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ১০, ২০২৫
- ৬:১৬ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
