সেনবাগ প্রতনিধিঃনোয়াখালী- ফেনী ফোরলেন মহাসড়কের সেনবাগের হাজনী খাল নামকস্থানে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় দিমান চন্দ্র ভৌমিক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত ও অপর দুই যুবক গুরুতর আহত হয়েছে। নিহতের বাড়ি পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামে। সে ওই গ্রামের ধীরেন্দ্র মাষ্টার বাড়ির শংকর চন্দ্র ভোমিকের ছেলে। আহত দুইজনকে নোয়াখালীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, চট্টমেট্রো- ল- ১৪ -১৭৮৩ মোটরসাইকেলটি নিয়ে ঘটনার রাত সাড়ে আটটার দিকে তিন আরোহী হাজনী খাল এলাকায় রোড ডিভাইডারের ইউটান দিয়ে পূর্বদিকে মোড নেওয়ার সময় তাৎক্ষনিক একটি সিএনজি চালিত অটো রিকসা সামনে এসে পড়লে দুর্ঘটনা ও তাদের ঘটনা ঘটে ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। ঘটনার পর নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যায়।
সেনবাগে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ১৪, ২০২৪
- ৯:১২ পূর্বাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
