খোরশেদ আলম, সেনবাগ : নোয়াখালী জেলার সেনবাগ পৌর শহরের প্রধান সড়কটি সরু হওয়ায় এখানে সবসময় তীব্র যানজট লেগেই থাকে। যা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সড়কটিতে একাধিক বাঁককেও পৌরবাসী যানজটের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
শহরের উপর দিয়ে বয়ে গেছে সেনবাগ-সোনাইমুড়ী প্রধান। যা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন। মূলত এ সড়কের দু’পাশে রয়েছে অধিকাংশ সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি হাসপাতাল, মার্কেট, শপিংমল ও বিপণী বিতান এবং বাসাবাড়ি। কিন্তু সড়কটি প্রশস্ত করার কাজ শুরু হলেও অদ্যাবধি পৌর এলাকায় ভূমি অধিগ্রহণ কাজ শেষ না হওয়ায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সেনবাগ রাস্তার মাথা থেকে সোনাইমুড়ী বাইপাস সড়কের মাথা পর্যন্ত সেনবাগ-সোনাইমুড়ী সড়কের প্রশস্ত করার কাজ শুরু করা হয়েছে প্রায় দেড় বছর অতিবাহিত হতে চললো। বর্তমানে ১৮ ফুট চওড়া ২৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ২৪ ফুটে উন্নীত করা হচ্ছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার মেসার্স কামাল অ্যাসোসিয়েট। কিন্তু স্থানীয়ভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছেন একেএম জাকির হোসেন।
সরজমিনে দেখা যায়, পুরো সড়কটির কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হলেও ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে সড়কের কিছু অংশের কাজ এখনো শুরু করা হয়নি। এ কারণে শহরের উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারি পাইলট হাইস্কুল হয়ে সেনবাগ প্রেসক্লাব মোড়, থানা মোড়, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে দক্ষিণ বাজারের পুল পর্যন্ত যানজট লেগে থাকে। তবে সবচেয়ে বেশি যানজট সৃষ্টি হয় সেনবাগ প্রেস ক্লাব মোড় ও থানা মোড় এলাকায়। এছাড়াও সেনবাগ-প্রতাপপুর সড়কের পৌর শহর এলাকায় থানা মোড় থেকে পূর্ব বাজার পর্যন্ত যানজট উল্লেখ করার মতো। এ সড়কে বড় কোনো গাড়ি প্রবেশ করলে বাঁকগুলোতে যানজট দেখা দেয়। এতে করে ব্যবসায়ী ও পথচারীরা সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন।
যানজট নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন সিএনজি অটোরিকশা চালক মো. আলম বলেন, পুরো উপজেলার কোথাও যানজট দেখা যায় না। কিন্ত পৌর শহরে এলেই যানজটের কবলে পড়তে হয়। পৌর এলাকার মতো এতো গুরুত্বপূর্ণ একটি স্থানে যানজট- সত্যিই অকল্পনীয়। বিষয়টি যেন কেউ দেখারই নেই। অথচ সড়কটি পৌরসভার প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল গতকাল দুপুরে জানান, সেনবাগ পৌর শহরে যানজটের কথা স্বীকার করে বলেন সমস্যাটি দীর্ঘদিনের। তবে এ যানজট নিরসনে সড়কের বাঁকগুলো সোজা করতে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া হিসেবে সওজের পক্ষ থেকে ভূমি চিহ্নিত করে জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান। খুব শিগগিরই ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। এতে যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন বিনয় কুমার পাল।
সেনবাগে সরু প্রধান সড়কের বাঁকে বাঁকে যানজট, দুর্ভোগে পৌরবাসী
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ২৬, ২০২১
- ১:৩৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত