সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগের ছিলোনিয়া বাজারে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ছৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির চিফ এক্সিকিউটিব অফিসার হিসেবে প্রবীণ শিক্ষাবিদ আবদুস ছাত্তারের দায়িত্ব গ্রহন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্কুলে এই উপলক্ষে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের কর্ণধার ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এমজেএফ ।
সভায় অন্যন্যের মধ্যে৷ ছৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির চিফ এক্সিকিউটিব অফিসার প্রবীণ শিক্ষাবিদ আবদুস ছাত্তার, চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষক মোঃ হুমায়ুন কবির, টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন, মগুয়া এম এ আলি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি, বাতাকান্দি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাওলানা নুরুল হুদা, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, চাঁচুয়া হাজি আকবর আলী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক ও উদ্যোক্তা সৈয়দা সেলিনা হারুন।
পরে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির চিফ এক্সিকিউটিভ অফিসার প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আব্দুস সাত্তারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় এবং বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় একাডেমির শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন।

শেয়ার করুনঃ

1 thought on “সেনবাগে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮