সেনবাগে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর, গুলি

নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ঠনারপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মোরশেদ আলমের সমর্থক।
অন্যদিকে ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের স্ত্রী নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের (কাঁচি প্রতীক) সমর্থক।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে তার সমর্থকরা পথসভায় যোগ দেয়। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী এমপি মোরশেদ আলমের সমর্থক সংবদ্ধ একদল হেলমেট বাহিনী অস্ত্র নিয়ে হামলা চালায়।
ইউপি চেয়ারম্যান আবদুর রহমান অভিযোগ করে বলেন, সন্ধ্যায় ৫০-৬০ জনের একটি দল আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ, ৫ রাউন্ড গুলিবর্ষণ করে এবং বাড়ির দরজা-জানালার কাচ ও ভেতরের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এমপি মোরশেদ আলমের ছোট ছেলে সাইফুল আলম দিপুর নেতৃত্বের তার বাহিনী এ হামলা চালায়। ভাঙচুরের পর মালাপাল লুটপাট করেছে। আমি দিপুর সঙ্গে তর্কও করেছি। তারা বাড়ীর সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। পুলিশকে গুলির খোসাসহ হামলার আলামত বুঝিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক অভিযোগ করে বলেন, বিকেলে চেয়ারম্যানের বাড়ির পাশে তার নির্বাচনী পথসভা ছিল। সন্ধ্যার আগ মুহূর্তে নৌকার প্রার্থী মোরশেদ আলমের ছেলের নেতৃত্বে হেলমেট বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে ব্যাপক হাতবোমার বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে তারা। পরে চেয়ারম্যান আবদুর রহমানের বাড়িতে গুলিবর্ষণ করে তান্ডব চালায়। নির্বাচনকে বানচাল করতে এবং ভোটারদের কেন্দ্রে না আসতে তারা এ হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমি নিজেও এখন আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি আমি লিখিতভাবে নির্বাচন কমিশনে জানাবো।
তবে হামলার বিষয়টি অস্বীকার করে এমপি মোরশেদ আলমের (নৌকা) ছেলে সাইফুল আলম দিপু বলেন, আমি আজ ওই এলাকায় ছিলাম না। কারা এ হামলা করেছে সেটিও আমার জানা নেই।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাজিম উদ্দিন জানান, গতরাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও তিনি । ঘটনার আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মোরশেদ আলম এমপি (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: আতাউর রহমান ভূঁইয়া মানিক (কাঁচি) মুল প্রতিদ্ধন্ধি।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮