নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সফিকুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার থানাধীন বসন্তপুর গ্রামে বায়তুজ্জামান জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী পুলিশ সুপারের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে,বৃদ্ধ সফিকুল ইসলাম তার নিজ বাড়ীর দরজায় বায়তুজ্জামান জামে মসজিদের টাইলস ফ্লোর পানি দিয়ে পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক মটর চালু করেন। এ সময় তিনি মটরের নলের সাথে পানির পাইপ লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাইমুড়ীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।