সেনবাগ প্রতিনিধি
জেলায় করোনা সংক্রমণের উর্ধ্বগতি কমাতে লগডাউনের ৫ম দিনেও নোয়াখালীর সেনবাগে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড (বিজিবি) ও সেনবাগ থানা পুলিশ। সোমবার সকাল থেকে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া কোন যানবাহন সড়কে দেখা যায়নি। সড়ক- মহাসড়ক গুলো ছিলো প্রায় ফাঁকা।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষোমালিকা চাকমা গত পাঁচদিনে সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নে বিভিন্ন হাট বাজারে মাক্স পরিধান না করায়, বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, অপ্রয়োজনে ঘরের বাহির হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১১টি মামলায় ৭৩ হাজার একশত টাকা জরিমানা ও আদায় করেন। নির্বাহী ম্যজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার গতকাল দুপুরে জানান, লকডাউনের ৫ম দিন পর্যন্ত ১০টি মামলায় আট হাজার দুই শত টাকা জরিমানা করা হয়েছে।