সোনাইমুড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়, দুই বাস কাউন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃঈদুল আজহার সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়ে হলেও নোয়াখালী জেলার থেকে আন্তনগর বাস সার্ভিস কয়েকটি বাস যাত্রীদের কাজ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে । এ অভিযোগে ভিত্তিতে সোনাইমুড়ী বাসটার্মিনালের কাউন্টারগুলোতে ভ্রামমাণ আদালত পরিচালনাকরেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
গতকাল রোববার বিকেলে ২টি অভিযান কালে সোনাইমুড়ী থেকে ঢাকাগামী লাল-সবুজ ও ইকোনো সার্ভিস পরিবহনে ৫ শত ৫০ টাকার স্থলে ২ শতটাকা বেশি নিয়ে ৭ শত ৫০ টাকা আদায় করার অভিযোগে এই দুই কাউন্টারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রামমাণ আদালত।
উপজেল ানির্বাহী কর্মকর্তা কানিজফাতেমা জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আমরা পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাই। এ কারণে ২টি কাউন্টারকে জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
ভ্রামমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা সহকারীকমিশনার (ভূমি) মো.শাহিন উদ্দিন মিয়া ও পুলিশ সদস্যরা।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১