সোনাইমুড়ীতে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে এক্সিম ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত সভায় অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মইদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কানু লাল কর্মকার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আক্তারুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহাদাত হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুল ইসলাম, সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিকিউটিভ অফিসার ইমাম হোসেন।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর ডাঃ সামছুল আরেফিন জাফর, জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির চৌধুরী, ডাঃ জালাল আহমেদ।
অনুষ্ঠানে এক্সিম ব্যাংক সোনাইমুড়ী শাখার সদ্য সাবেক ম্যানেজার মোহাম্মদ জিয়াউর রহমানকে বিদায় ও নব যোগদানকৃত ম্যানেজার আবু সায়েদ মোঃ অহিদুজ্জামানকে ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, গ্রাহকের আস্থার কারণে সোনাইমুড়ী শাখা দেশের শীর্ষ ব্রাঞ্চে পরিণত হয়েছে। গত ৩ মাসে সকল গ্রাহক এক সাথে টাকা তুলতে আসায় আমাদের ব্যাপক তারল্য সংকট হয়েছে। আমরা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় এ সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। আগামী কিছু দিনের মধ্যে ব্যাংক পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
বক্তরা আরো বলেন, দেশের ১৫৫ টি ব্রাঞ্চের মধ্যে গ্রাহক সংখ্যায় দেশের শীর্ষে সোনাইমুড়ী ব্রাঞ্চ। এ ব্রাঞ্চে ৭০০ কোটি আমানত জমা রয়েছে। যা আমানত রক্ষার দিক থেকে শীর্ষে অবস্থান করছে। এ আমানত আমরা শতভাগ রক্ষা করেছি এবং ভবিষ্যতে করবো।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১