সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।আজ শনিবার বিকেলে বজরা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বজরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।
বজরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, উপজেলা জামায়াতের আমীর ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা, সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ বাকের, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাঈম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর বলেন, জামায়াত- ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ৫ দিনের মধ্যে শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের এতিম করে বিদেশে পালিয়ে গিয়েছে। জামায়াতের মুল অনেক শক্তিশালী। তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেয়া যাবেনা। এদেশের মানুষ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তাই জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ১৪, ২০২৪
- ৮:১৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫