সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন অডিটোরিয়ামের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তফা-হাজেরা গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মোস্তফা-হাজেরা গ্রুপের উপদেষ্টা গোলাম মাওলা, পরিচালক জহিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক প্রধান প্রকল্প কর্মকর্তা অধ্যাপক ড. রনজিত দস্তিদার রানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর তানভীর আহমেদ (অবঃ)।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এ এস এম মহসিন উদ্দিন আশিক।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী এবং মোস্তফা-হাজেরা গ্রুপ ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ১৩, ২০২৪
- ৪:৫৪ অপরাহ্ণ
