বেলাল হোছাইন ভূঁইয়া,সোনাইমুড়ী প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়।
আজ বুধবার বিকেলে সোনাইমুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোনাইমুড়ী উপজেলার বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এতে বক্তব্য রাখেন,সোনাইমুড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, সোনাইমুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, জয়াগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মোতালেব, ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাব উদ্দিন।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবীর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন বাংলাদেশের বিভিন্ন বিভাগের একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দশম গ্রেড পেয়ে আসছেন। যেমন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক /সমমান তাদের বেতন গ্রেড দশম। পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বেতন গ্রেড দশম। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা ইন নার্সিং বেতন দশম গ্রেড। এছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পি টি আই সংলগ্ন পরীক্ষন বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় শ্রেণি, দেড় বছরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বেতন গ্রেড দশম। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া সত্ত্বেও তাদের বেতন ১৩তম গ্রেড। অর্থাৎ তৃতীয় শ্রেণীর যা অত্যন্ত লজ্জা জনক। এক্ষেত্রে তাদের ১ দফা দাবী সহকারী শিক্ষকদের দশম গ্রেড।এটি আর্থিক সুবিধার বিষয় নয় সামাজিক মর্যাদারও প্রশ্ন।
সোনাইমুড়ীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ২, ২০২৪
- ৭:৩৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত