সোনাইমুড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা

Shuborno Provaat

সোনাইমুড়ী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। ঘাতক ছেলে শহীদুল্লাহ পলাতক রয়েছে। নিহত আব্দুস সোবহান (৭০) সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড নাওতোলা গ্রামের আলী আজম ব্যাপারী বাড়ির মৃত ফজলের রহমানের ছেলে।
শনিবার (৫ অক্টোবর) রাত ৭টায় উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নাওতোলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবহানের সাথে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৪০)। কথাকাটাকাটির একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও বেধড়ক মারধর করে ছেলে। পরে শহীদুল্লাহ তার বাবাকে মাটিতে পেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর ভেঙ্গে দেয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু ঘটে।
নিহত সোবহানের ৬ মেয়ে দুই ছেলে। ছোট ছেলে কিছু দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। এর আগেও সে বাবাকে মারধর করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১