সোনাইমুড়ীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

সোনাইমুড়ী প্রতিনিধিঃ “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস মিলনায়তনের এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া।
বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অ.দা.) মোঃ আবুল বাসার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার আবু ইউসুফ, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহমেদ, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদসহ উপজেলা ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সেবা গ্রহিতারা।

শেয়ার করুনঃ

1,146 thoughts on “সোনাইমুড়ীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা”

  1. Avatar
    ErnestTielf