সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে নিহত, আহত-০৪

নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালী জেলার সোনাইমুড়ী জুনুদপুর এলাকায় আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে সড়ক দূর্ঘটনায় পিতা লিটন চন্দ্র দেবনাথ (৫০) ও তার ছেলে প্রান্ত চন্দ্র দেবনাথ (১০) নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের বড় ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথ (১৩)সহ চারজন। গুরুত্বর প্রতাপ চন্দ্র দেবনাথসহ আহতদেরকে সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত লিটন চন্দ্র একজন পল্লী চিকিৎসক ও একটি ঔষধ কোম্পানীর প্রতিনিধি। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনিল চন্দ্র দেবনাথের ছেলে।
জানাগেছে, জননী পরিবহনের একটি বাসটি লক্ষীপুর জেলার রামগঞ্জ থেকে নোয়াখালী জেলা শহরে সোনাপুর যাওয়ার পথে সোনাইমুড়ী উপজেলার জুনুদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপায় মোটরসাইকেল আরোহী লিটন দেবনাথ ও তার ছোট ছেলে প্রান্ত ঘটনাস্থলে মারা যায়। তার বড় ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথ আহত হয়। বাসটি খাদে পড়ে যাওয়ায় অন্যরা আহত হন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাসটি একটি প্রাইভেটকারকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী লিটন ও তার ছেলেদেরকে চাপা দেয়। এসময় লিটন ও তার ছোট প্রান্ত ঘটনাস্থলে মারা যায় এবং বড় ছেলে আহত প্রতাপকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ২জনের লাশ ময়নাতন্দের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। দূর্ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

120 thoughts on “সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে নিহত, আহত-০৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০