সোনাইমুড়ীতে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে গুলি করে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের পোলিং এজেন্ট শহিদুজ্জামান পলাশকে (৩৫) কুপিয়ে নয়, গুলি করে হত্যা হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে সংঘটিত এ হত্যাকান্ডের পর দিন রবিবার রাতে নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে। আজ সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নাটশে^র ইউনিয়নের নাটশে^র গ্রামের মো. আহসান উল্যাহ ওরফে কল্লা হাসান (৩৮),পূর্ব মির্জানগর গ্রামের মো. আকবর হোসনে সোহেল (৩৬) ও একই গ্রামের মো. মিরাজ (২১)।
মামলার বাদী নিহতের স্ত্রী শারমিন আক্তার এজাহারে উল্লেখ করেন, তার স্বামী ৫ বছর আগে বিদেশ থেকে দেশে চলে আসেন এবং মুরগি ও মাছের খামার করেন। দুই ছেলে নিয়ে ঘটনার ২০-২২ দিন আগে তিনি বাবার বাড়িতে যান। এ সময় ত্ার স্বামী পলাশ পূর্ব মির্জানগর গ্রামের নতুন বাড়িতে একা থাকতেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার ও ছেলেদের ইমুতে সর্বশেষ কথা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তার চাচাতো ননদ তাকে স্বামীর মৃত্যু খবর জানায়। বাদী আরো উল্লেখ করেন রাত সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে পূর্ব শত্রুতায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার স্বামীকে গুলি করে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত ৩ আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিহত শহিদুজ্জামান পলাশের মৃত্যুর আগেও পরবর্তী সময়ে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেন। আসামিরা তাদের অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় পরস্পর যোগসাজসে পূর্ব শত্রুতার জের ধরে পলাশকে ঘটনাস্থলে গুলি করো হত্যা করেছে।
আজ আসামিদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ আহসান উল্যাহ ওরফে কল্লা হাসানের বিরুদ্ধে ২০১৯ সালে অস্ত্র আইনে ও আকবর হোসেন সোহেলের বিরুদ্ধে ২০০৭ সালে সন্ত্রাসী কর্মকান্ডে অভিযোগে বিভিন্ন ধারায় সোনাইমুড়ী থানায় মামলা রয়েছে।
বিভিন্ন সূত্রে থেকে জানাযায়, গ্রেফতারকৃতরা কোন পদ পদবীতে না থাকলেও তারা আওয়ামী লীগের সক্রীয় সদস্য ও নৌকার সমর্থক ।
এ দিকে নোয়াখালী -২ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তার পোলিং এজেন্ট পলাশ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের বিচার দাবী করেন এবং কোন নিরাপরাধ ব্যাক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান ।
উল্লেখ্য, গত শনিবার রাতে ওয়ার্ড যুবলীগ নেতা শহিদুজ্জামান পলাশ সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর গ্রামের নিজ বাড়িতে দূর্বৃত্তদের হাতে খুন হন। ওই রাত সাড়ে ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় তার লাশ বাড়ির পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুনঃ

14 thoughts on “সোনাইমুড়ীতে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে গুলি করে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১