সোনাইমুড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের ইউনুছের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থানা পুলিশ ও পিবিআই পরিদর্শন করেন।
গতকাল বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই বিল্ডিংয়ের লিন্টারের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ভবনের লিন্টারের সাথে নিজের পরিহিত প্যান্টের বেল্ট ও শার্ট দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ওসি মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১