সোনাইমুড়ীতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, যুবক আটক

বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী : মোবাইল ফোনে পরিচয়-পরবর্তীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের এক কিশোরীকে (১৪) গত ২০ আগস্ট বিকেল ৪টায় জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে যায় মো. সাগর সর্দার (২৪) নামে এক যুবক। পরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তাকে ধর্ষণ করে সে। গ্রেফতারকৃত সাগর শরিয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের সর্দার বাড়ীর নূর মোহম্মদ সর্দারের ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. বেলাল হোসেন (৬০) গত ২১ আগস্ট সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই সূত্র ধরে পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিএমপির ভাটারা থানা পুলিশের সহায়তায় ভাটারা থানার কেএ ২৮/জে শহীদ হারেছ সড়কের জগন্নাথপুর বাড্ডা এ্যাপোলো হাসপাতালের বিপরীতে একটি বাড়ির তিনতলার ভাড়া বাসা থেকে সাগরকে গ্রেফতার করে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সোনাইমুড়ী থানার ওসি মো. তহিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১