সোনাইমুড়ীতে কৃষি মেলার উদ্বোধন

সোনাইমুড়ী প্রতিনিধি

নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত সভায় উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারহানা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিজামুল হক, সোনাইমুড়ী প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক-কৃষাণীরা ।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলা কমপ্লেক্সের সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

120 thoughts on “সোনাইমুড়ীতে কৃষি মেলার উদ্বোধন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০