সোনাইমুড়ী প্রতিনিধি : নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মাদার কেয়ার হাসপাতালে ডাক্তারের অবহেলায় সাজেদা আক্তার সাজু (২৫) নামে এক হতদরিদ্র প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে হট্টগোল সৃষ্টি করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের কলেজ রোড সংলগ্ন মাদার কেয়ার হাসপাতালে ঘটনাটি ঘটে।
জানা যায়, ওইদিন বিকেলে উপজেলার মটুবি গ্রামের হতদরিদ্র রিকশাচালক সুমনের স্ত্রী সাজেদা সাজু স্বাভাবিকভাবে একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসব-পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী মাদার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ডাক্তার হোসনে জান্নাত নিশি রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। এ অবস্থায়
হাসপাতালে প্রায় ১ ঘন্টা থাকার পর রোগীর মৃত্যু হয়। এতে করে রোগীর স্বজনরা ডাক্তার হোসনে জান্নাত নিশির অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে।
এ বিষয়ে ডাক্তার হোসনে জান্নাত নিশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে। তিনি তার চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি।
এদিকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ডাক্তার হোসনে জান্নাত নিশির বিএমডিসির রেজিষ্ট্রেশন নম্বর নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিষয়টি আপনারা ক্ষতিয়ে দেখুন।
সোনাইমুড়ীতে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১৮, ২০২১
- ৭:১৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
আজ পবিত্র শবে-বরাত
•
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
কোম্পানীগঞ্জে মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
•
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
সেনবাগে দুই যুবলীগের কর্মী গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১৩, ২০২৫