নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন থেকে ১২ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১ লাখ ৬৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাবিয়াপাড়া গ্রামে একটি নির্মাণাধীন ভবন থেকে গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো- সেনবাগ উপজেলার ঠনারপাড় গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আনিছুর রহমান (৩৫), ছাতারপাইয়া গ্রামের মৃত আব্দুল জব্বরের ছেলে মোস্তফা কামাল (৪৭), একই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম, (৫৩), মৃত নুর ইসলামের ছেলে নুরনবী বসু (৫০), মো. আবুল খায়েরের ছেলে মো. সালাহ উদ্দিন (২৬), মৃত অলি উল্যাহর ছেলে মো. মজিবুল্লা সোহাগ (৩৫), আবদুল মালেকের ছেলে মো. শামীম (৪০), ইব্রাহিমের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৮), মৃত মফিজুর রহমানের ছেলে আবদুল গফুর (৩৪), মৃত আলী হোসেনের ছেলে মো. জাফর আহমদ (৪৫), মৃত গোলাম হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন পারভেজ (৪৭) ও মৃত ইউনুছের ছেলে মো. জয়নাল আবেদীন (২৮)।
নোয়াখালী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. সবজেল হোসেনের নেতৃত্বে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় উপরোক্ত জুয়াড়িদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সোনাইমুড়ী থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সোনাইমুড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়াড়ী গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ২১, ২০২১
- ২:২৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
•
ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা
•
ডিসেম্বর ১৪, ২০২৪
সেনবাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪