সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

সোনাইমুড়ী প্রতিনিধি : জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৪ ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান ও চাকরির নিয়োগপত্র প্রদান করেছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ। গতকাল শনিবার সকালে বজরা শিলমুদ আবদুর রহিম সুপার মার্কেটে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রসাশন মন্ত্রনালয়ের উপ-সচিব ড. কাজি সাইফুল ইসলাম, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট মোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক, সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাস বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন অর রশিদসহ এলাকার বিশিষ্টজনরা।

আলোচনা সভা শেষে নিহত প্রত্যেক পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র প্রদান, পল্লী বিদ্যুতের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩ লাখ টাকা, জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরনের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০