র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর রবিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে এক অভিযান চালিয়ে মোঃ মাহবুবুর রহমান (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের জমাদার বাড়ির নজির আহম্মেদের ছেলে। র্যাব-১১ সিপিসি-৩, ল²ীপুর ক্যাম্প কাম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি তথ্য জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতকে পদিপাড়া নজরুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাহবুবুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোবাঃ- ০১৭৭৭৭১১১৩৩
1 thought on “সোনাইমুড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার”
ссылка на интересную статью, рекомендую ознакомиться, перейти на сайт, на русском языке laeyshnqjd … https://tripledvision.com/wp-content/uploads/top-casino-rating-10.html