সোনাইমুড়ী প্রতিনিধি : নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় দৈনিক যুগযুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি হোছাইন মাহমুদকে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
গতকাল শনিবার সকাল ১১টায় সোনাইমুড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্ল¬াব সভাপতি খোরশেদ আলম, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, মুক্তির মিছিল পত্রিকার সম্পাদক ফারুক আল-ফয়সাল, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক মানবজমিন পত্রিকার সোনাইমুড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার বারী পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক গোলজার হানিফ ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোরশেদ আলম প্রমুখ।