সোনাইমুড়ীর কাশিপুরে অবৈধ চক্ষু হাসপাতালে তালা দিলেন সিভিল সার্জন

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার কাশিপুর দক্ষিণ বাজারে  অনুমোদনহীন ‘কাশিপুর চক্ষু চিকিৎসালয়’ বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন  ডা. মাসুম ইফতেখার। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে অভিযান চালিয়ে চিকিৎসালয়টিতে তালা ঝুঁলিয়ে দেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ছাতারপাইয়া-চৌমুহনী সড়কের পাশে কাশিপুর দক্ষিণ বাজারে সরকারি অনুমোদন ছাড়াই স্থানীয় একটি চক্র ‘কাশিপুর চক্ষু চিকিৎসালয়’ নামের সাইনবোর্ড দিয়ে অবৈধভাবে হাসপাতাল ব্যবসা শুরু করেন। ।

অভিযান পরিচালনাকালে কথিত চক্ষু চিকিৎসালয়ে লোকজন সরকারি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেননি।  এ ছাড়াও  সেখানে পাওয়া যায়নি কোন চক্ষু চিকিৎসক, সেবিকা ওয়ার্ডবয়সহ সংশ্লিষ্ট বিষয়ে পাশ করা কোন জনবল। প্রতিষ্ঠানটি চিকিৎসার নামে এলাকার মানুষজনের সাথে প্রতারণা করে আসছে।

বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, গ্রামের ভেতর চক্ষু হাসপাতাল নাম দিয়ে এভাবে মানুষজনের সাথে চিকিৎসার নামে প্রতারণা কল্পনাও করা যায় না। তিনি  হাসপাতালটি সম্পর্কে তথ্য পাওয়ার অভিযান পরিচালনা করে তাতে তালা ঝুঁলিয়ে দেন ।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১