সোনাইমুড়ী উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা

বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী : নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা শাখা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সোনাইমুড়ী সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা কৃষকলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি এইচএম ইব্রাহিম। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী।

উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক টিপু সুলতান শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজি, ধর্মবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর, মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. আলফাজ উদ্দিন, সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক সামিউল বাসীর সামী, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, নোয়াখালী জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু ও সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার।

এ সময় বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, পৌরসভা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন খোকন ও সাধারণ সম্পাদক মো. সামছুল আলম।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, জেলা কৃষকলীগের সদস্য জসিম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম তৌহিদ হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন শামিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

পরে কৃষকলীগের কেন্দ্রীয় নেতারা সভার শুরুতে হট্টগোলের কঠোর সমালোচনা করেন এবং যে সকল ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি নেই সেগুলো অতিসত্বর করার জন্য নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০