সোনাইমুড়ী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, আসবাবপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির শিল্প ও বাণিজ্যি বিষয়ক সদস্য, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি ও টেলিলিংক গ্রæপ চেয়ারম্যান এবং দৈনিক বাংলা ও দৈনিক গণকন্ঠের সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু । পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনের এ অনুষ্ঠানে সভাপত্বি করেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম। ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল (বাবু) ও উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান লিটন। প্রধান অতিথি সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও প্রেসক্লাবের জন্য একটি আলমিরা প্রদান করেন।