সোনাইমড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সোনাইমুড়ী প্রতিনিধি : ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ পরিস্থিতি’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছরপূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিমের সভাপতিত্বে ও অফিস সহকারী মো. মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, থানার এসআই মাইন উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মাহবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১