সোনাইমুড়ীতে গন্ডার নয়, পঁচা গরুর মাংস জব্দ

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে কলেজ গেইট হাজী বিরিয়ানি হাউজ নামের একটি খাবার দোকানে  গন্ডারের মাংস জব্দ  করার  সংবাদ রবিবার কয়েকটি  সংবাদ মাধ্যম অনলাইনে  প্রকাশিত  হয়েছে। এ ঘটনাটি ব্যাপকভাবে সামাজি যোগাযোগ ফেসবুকেও  ছড়িয়েছে।   এ   বিরূপ ও নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এ সংবাদটি সত্য নয়,  জানালেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ফজলুর রহমান। তিনি বলেন, আমি  অভিযান চালিয়ে হাজী বিরিয়ানি নামের  ওই  দোকানের  ফ্রীজ থেকে   ৬০ কেজি পঁচা  ও ১০ কেজি রান্না করা  গরুর মাংস জব্দ  করি। এ ঘটনায় ওই দোকানীর ৩০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা  হয়েছে। এ দোকানে  গন্ডারের পঁচা মাংস  কোথায় থেকে আসলো    সে সম্পর্কে  আমার জানা নেই। তিনি  বলেন, সঠিক তথ্য না জেনে স্থানীয় সাংবাদিকরা  এ অসত্য  সংবাদ ছড়িয়েছেন।

জানাযায়, শনিবার রাতে   ওই দোকানে  অভিযান  পরিচালানা করেন উপজেলা নির্বাহী  কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান।  তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোকানীর  জরিমানা করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১