ছবি- আলাউদ্দিন শিবলু
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে মন্দির দোকান-পাট ভাঙচুরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে তাদের শাস্তির দাবী করেছেন ।
সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে চৌমুহনীর রাধা মধাব গোপাল জিউর মন্দিরে নোয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মহিলা পরিষদের নেতারা এ সব কথা বলেন।
এ সময় বক্তরা আরো বলেছেন, শুধু হামলাকারী নয়, প্রশাসন ও আইনশৃংখলায় নিয়োজিতদের গাফিলাতির বিষয়ও তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো সংস্কার ও ব্যাবসায়ীদের সরকারভিাবে আর্থিক সহযোগীতার মাধ্যমে পূর্ণবাসন করতে হবে।
নোয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বাবু বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য আবুল ফারাহ পলাশের সঞ্চলনায় এ সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, মুক্তিযুদ্ধযাদু ঘরের ট্রাস্টি মফিদুল হক , কেন্দ্রিয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বাবু, যুগ্ম সম্পাদক সীমা মোসলেম,পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস ও গণ সংঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ।
এর আগে দুপর ২টার কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মহিলা পরিষদের নেতারা শুক্রবার হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্দির ও দোকানপাঠ পরিদর্শন করেন।
অন্যদিকে একই সময়ে ক্ষতিগ্রস্ত মন্দির ও দোকানপাঠ পরিদর্শন করেন,বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ, নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরণ ও চট্রগ্রামস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার।
এর আগের দিন সোমবার সন্ধ্যার পর বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সামছুদ্দিন চৌধুরী মানিক চৌমুহনীর হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।