সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের(ডিটিসিএ) সহকারী স্থপতি ইয়াদ রহমান নির্ঝর উদ্ভাবনী পুরস্কার-২০২০-২০২১ পেলেন। তার বিষয়বস্তু ছিল অনলাইনে ট্রাফিক সার্কুশেন ছাড়পত্র প্রদান। ২৯ জুন মন্ত্রণালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে তাকে পুরস্কার প্রদান করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম। একই বিষয়ে এ দপ্তর থেকে সহকারী আরবান প্ল্যানার সাদিয়া চৌধুরী পুরস্কার পেয়েছেন। এই দুই জন ছাড়াও বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের আরো ১১জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন,অতিরিক্ত সচিব নীলিমা আখতার( আরবান ট্রান্সপোর্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মোঃ তাজুল ইসলাম চেয়ারম্যান, বিআরটিসি, ড. মোঃ জিয়া উদ্দিন পরিচালক (প্রশাসন ও অপারেশন) বিআরটিসি, অপূর্ব কুমার মন্ডল সচিবের একান্ত সচিব (উপসচিব) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, অঞ্জনা খান মজলিশ ,উপসচিব,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,ফাহমিদা হক খান উপসচিব( টোল ও এক্সেল), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জিকরুল ইসলাম,তত্বাবধায়ক প্রকৌশলী, (সড়ক ও জনপথ অধিদপ্তর )কাজী সাঈদা মমতাজ,সিনিয়র সিস্টেম এনালিষ্ট (সড়ক ও জনপথ অধিদপ্তর ),শীতাংশু শেখর বিশ্বাস,পরিচালক ইঞ্জিনিয়ারিং( বিআরটিসি), মোঃ আবু বকর সিদ্দিকী,ডিজিএম(পরিকল্পনা) বিআরটিসি ও মাখজানুল ইসলাম তৌহিদ,সিনিয়র সহকারী সচিব(বৈদেশিক সহায়তা) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
– প্রেস বিজ্ঞপ্তি