হত্যা মামলায় নোয়াখালী পৌরসভার সাবেক কাউন্সিলর সুনাম কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সুনামকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
২০১৩ সালে পৌরসভার দত্তের হাটে শ্রমিক দলের কর্মী মো. খোকনকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি।
আজ শুক্রবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‌্যাব সারাদেশে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাত ১১টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা অভিযান চালায়। অভিযানে সুধারাম থানার চাঞ্চল্যকর শ্রমিক হত্যা মামলার পলাতক এজাহারভূক্ত ৭নং আসামি সুনামকে গ্রেকতার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুরে নিহত শ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। আজ দুপুর ১২টায় সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১