হাতিয়ায় অচেতন করে মালামাল লুটের চেষ্টা, গৃহ কর্তাকে হাসপাতালে ভর্তি

হাতিয়া প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের মধ্য চর আমানুল্লাহ গ্রামের সুশান্ত দাসকে (৩৩) নামের এক যুবকে দূর্বৃত্তরা স্প্রের মাধ্যমে অচেতন করে ঘরের মালামাল লুটের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অজ্ঞান অবস্থায় গৃহকর্তা সুশান্ত দাসকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১ টার দিকে দুর্বৃত্তরা সিঁদকেটে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করলে অচেতন হয়ে পড়ে সুশান্ত দাস। তিনি সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চর আমানুল্লা গ্রামের রায়মোহন দাসের ছেলে।
পরিবার ও ভুক্তভোগীর স্ত্রী মনি রানী দাস জানান, গভীর রাতে হঠাৎ ঘরের ভিতর শব্দ ও আলো জ্বলে উঠতে দেখে তিনি চিৎকার করে উঠেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে সুশান্তকে অজ্ঞান অবস্থায় এবং ঘরের সিঁদকাটা দেখতে পায়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোঃ মাহমুদুর রহমান বলেন, কী ধরনের স্প্রে ব্যবহার করা হয়েছে তা তিনি জানাতে পারেনি। তবে রোগীর জ্ঞান ফিরতে আরো সময় লাগতে পারে বলে জানান তিনি।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত )জয়নাল আবেদীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলাটি প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১